Sambad Samakal

Vikram Gokhale: শোকস্তব্ধ বলিউড, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে

Nov 26, 2022 @ 3:14 pm
Vikram Gokhale: শোকস্তব্ধ বলিউড, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে

ফের শোকের ছায়া বলিউডে। শনিবার প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল।

এদিন পুনের হাসপাতালেই প্রয়াত হন বিক্রম গোখলে। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে বলিউডের সমস্ত নামী-দামি অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। হিন্দির সঙ্গেই অভিনয় করেছিলেন বহু মারাঠি সিনেমাতেও। বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশের বিনোদন মহলে।

Related Articles