Sambad Samakal

Covid: কড়া কোভিড বিধি! করোনা পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক দেশের কোন দুই এলাকায়?

Nov 26, 2022 @ 5:27 pm
Covid: কড়া কোভিড বিধি! করোনা পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক দেশের কোন দুই এলাকায়?

গোটা দেশেই ধীরে ধীরে শিথিল হয়েছে যাবতীয় করোনা বিধি-নিষেধ। তবে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও কড়া করোনা বিধি বলবৎ রাখা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দুই পর্যটন কেন্দ্র আন্দামান-নিকোবর ও লাদাখ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। আর সেখানেই এখনও বাধ্যতামূলক করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট।

আন্দামান-নিকোবর বা লাদাখে প্রবেশ করতে গেলে, করোনা টিকার দুটি ডোজের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আর টিকা না দেওয়া থাকলে দেখাতে হবে ৯৬ থেকে ৪৮ ঘণ্টা আগের করা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। বিমানবন্দরেই রয়েছে করোনা পরীক্ষার ব্যবস্থা। গোটা দেশে কোভিড বিধি শিথিল হলেও, কেন্দ্র শাসিত দুটি এলাকায় এখনও কেন এত কড়াকড়ি! এক দেশের মধ্যে দু ধরনের পৃথক নীতি কেন, প্রশ্ন তুলছেন অনেকেই।

Related Articles