Sambad Samakal

Local Train: হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল বহু ট্রেন, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Nov 28, 2022 @ 10:27 am
Local Train: হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল বহু ট্রেন, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

প্রযুক্তিগত কাজের জন্য হওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল হয়েছে বহু ট্রেন। সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত টানা পাঁচদিন বাতিল করা হয়েছে মোট ৪২টি করে লোকাল ট্রেন। ফলে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।

রেল সূত্রে খবর, বারুইপাড়া-চন্দনপুর শাখায় রেলের চতুর্থ লাইন বসানোর কাজ শুরু হয়েছে। সেই কারণেই লোকাল ট্রেন ছাড়াও আপ ও ডাউন দুই দিকেই বাতিল করা হয়েছে হাওড়া-রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস ও হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। সোম থেকে শুক্রবার সপ্তাহের কাজের দিনে রেলের এই কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। কেন ছুটির দিনে এই কাজ করা হল না, সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও রেলের দাবি, নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে অফিস টাইমে ডানকুনি হয়ে বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানো হচ্ছে।

Related Articles