Sambad Samakal

Duare Ration: হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ, চলবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প? কী নির্দেশ সুপ্রিমকোর্টের?

Nov 28, 2022 @ 5:37 pm
Duare Ration: হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ, চলবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প? কী নির্দেশ সুপ্রিমকোর্টের?

‘দুয়ারে রেশন’ প্রকল্পকে বেআইনি বলে ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিল রাজ্য সরকার। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট। ফলে সাময়িক স্বস্তি পেল রাজ্য।

আইনজ্ঞদের মতে, সুপ্রিমকোর্টের এই রায়ের ফলে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের আর কোনও বাধা রইলনা। প্রসঙ্গত, রাজ্যের রেশন ডিলারদের একাংশের যুক্তি ছিল, ‘দুয়ারে রেশন’ প্রকল্প কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইন বিরোধী। সেই আবেদন শোনার পরে দুয়ারে রেশনকে বেআইনি বলে ঘোষণা করেছিল হাইকোর্ট। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেকোনও মূল্যে সরকার এই ‘দুয়ারে রেশন’ প্রকল্প লাগু করবেই।

Related Articles