Sambad Samakal

TMC: ওয়ারেন্ট ছাড়া সাকেতের গ্রেফতারির প্রতিবাদ, গুজরাটে তৃণমূলের প্রতিনিধিদলে কারা?

Dec 9, 2022 @ 1:24 pm
TMC: ওয়ারেন্ট ছাড়া সাকেতের গ্রেফতারির প্রতিবাদ, গুজরাটে তৃণমূলের প্রতিনিধিদলে কারা?

জামিনে মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে ফের কেন গ্রেফতার করা হল, এই প্রশ্নে সরব ঘাসফুল শিবির। এই গ্রেফতারির প্রতিবাদে মরবি পুলিশের বিরুদ্ধে সরব হয়ে শুক্রবার সকালেই গুজরাটে পৌঁছেছে তৃণমূলের এক প্রতিনিধি দল। পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দলে রয়েছেন দোলা সেন, খালিলুর রহমান, অসিত কুমার মাল, শান্তনু সেন এবং সুনীল কুমার মণ্ডল। এদিন তাঁরা সাকেত গোখলের আইনজীবী ইয়াজ কুরেশির হাতে প্রয়োজনীয় নথি তুলে দেন। সকালেই প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছিল, মরবি থানায় আটক সাকেতের সঙ্গে দেখা করবেন তাঁরা। তারপর আমেদাবাদ হাইকোর্টে সাকেতকে তোলা হলে সেখানেও যাবেন। আজই সাকেতের জামিনের আবেদনও জানাবেন তাঁর আইনজীবী।

উল্লেখ্য, গুজরাটের মোরবি সেতু দুর্ঘটনা নিয়ে বিতর্কিত পোস্ট করায় চলতি সপ্তাহের মঙ্গলবার গ্রেফতার করা হয় তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলেকে। বৃহস্পতিবার তিনি জামিন পান। তারপরই রাতে ফের একটি অন্য মামলায় গ্রেফতার করা হয়ে সাকেতকে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে সাকেতের গ্রেফতারির কথা টুইটে জানান। তিনি লেখেন, “জামিন পাওয়ার পরেও সাকেত গোখলেকে হেনস্থা করছে গুজরাট পুলিশ। বৃহস্পতিবার জামিন পাওয়ার কয়েক ঘণ্টা পরই রাত পৌনে ৯টা নাগাদ ফের তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি যখন আহমেদাবাদ সাইবার থানা থেকে বেরোচ্ছিলেন, সেই সময় পুলিশ কোনও নোটিস ছাড়াই তাঁকে গ্রেফতার করে।” বৃহস্পতিবার রাত থেকে সাকেতের মাও মোরবি এলাকায় রয়েছেন। সাকেতের পরিবারের সঙ্গেও কথা বলবেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা।

Related Articles