মহিলাদের সম্ভ্রম বিক্রি করেছে বিজেপি! সোমবার ভোটপ্রচার থেকে সন্দেশখালির ঘটনার উল্লেখ করে পের বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন,”রাজনীতির জন্য যে কেউ এত নীচে নামতে পারে, তা আগে বুঝতে পারিনি আমি। গোটা বিশ্বের সামনে বাংলার মাথা হেঁট করে দিয়েছে। আমি বলছি না, সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতি বলছে, টাকার বিনিময়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করা হয়েছিল। নাহলে তৃণমূল নেতাদের জেলে ঢোকানো যাচ্ছিল না। ২ হাজার টাকায় এরা মহিলাদের সম্ভ্রম বিক্রি করেছে। আর তাদের মধ্যে থেকেই এক জন রেখা পাত্রকে প্রার্থী করেছে। কিন্তু বাংলা বিরোধীদের সেই চক্রান্ত আজ ফাঁস হয়ে গিয়েছে।”