সোমবার সুপ্রিমকোর্টে পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি! জানা যাচ্ছে, এদিন অন্যান্য মামলার চাপ থাকায় এসএসসি মামলা শুনতে পারেননি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
সুপ্রিমকোর্টে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকালেই এসএসসি মামলার শুনানি হবে বলে খবর। একসঙ্গে সব পক্ষের বক্তব্য শুনবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। প্রসঙ্গত, রাজ্য সরকার ও এসএসসি ছাড়াও সুপ্রিমকোর্টের মামলায় যুক্ত হয়েছে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরাও।