Sambad Samakal

Fifa World Cup 2022: এমবাপের ফরাসি সৌরভের পরেও শেষ হাসি মেসির

Dec 18, 2022 @ 11:39 pm
Fifa World Cup 2022: এমবাপের ফরাসি সৌরভের পরেও শেষ হাসি মেসির

ফুটবল মহাকাব্যে নতুন ট্র‍্যাজিক হিরোর আবির্ভাব ঘটল। ফাইনালে হ্যাট্রিক সহ চার গোল করেও কিলিয়ান এমবাপে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ছুঁয়ে ধরতে পারলেন না। বহু ভক্তের প্রত্যাশামতো বিশ্বকাপ জিতে বুট জোড়া তুলে রাখতে যাচ্ছেন লায়োনেল মেসি। তৃতীয়বার বিশ্বকাপ জয়ের নজির গড়ল আর্জেন্টিনা।

টানা ৮০ মিনিট দু’ গোলে এগিয়ে থেকেও টাইব্রেকারে মিটল ম্যাচ। অথচ ম্যাচের প্রথম অর্ধে মেসি ও ডি-মারিয়ার গোলে এগিয়ে ছিল নীল-সাদা ব্রিগেড। এক সময় মনে হচ্ছিল কাপ আর মেসির মাঝে দাঁড়িয়ে রয়েছেন পিএসজি তে মেসির সতীর্থ এমবাপে। অবশেষে মেসি ম্যাজিক এবং মার্টিনেজের অবিশ্বাস্য সেভ টাইব্রেকারে জয় এনে দিল আর্জেন্টিনাকে।

Related Articles