Sambad Samakal

WorldCup Football: বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাট্রিক! কোন দলের দখলে এই নজির?

Dec 18, 2022 @ 11:21 am
WorldCup Football: বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাট্রিক! কোন দলের দখলে এই নজির?

চলতি বিশ্বকাপ’তো বটেই, শেষ ৮টি বিশ্বকাপে স্থান পায়নি হাঙ্গেরি। অথচ ফুটবল বিশ্বের অন্যতম শক্তি এই ইউরোপীয় দেশ। বিশ্বকাপের মঞ্চে দু’বার রানার্স আপও হয়েছে তারা। এমনকী বিশ্বকাপে এখনও পর্যন্ত সবথেকে বড় জয়ের রেকর্ডও রয়েছে তাদের হাতে।

১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে, গ্রুপ পর্বে হাঙ্গেরির মুখোমুখি হয়েছিল এল সালভাদোর। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ১০-১ গোলের ব্যবধানে সেদিন ম্যাচ জেতে হাঙ্গেরি। অনন্য নজির তৈরি করেন হাঙ্গেরির ফরোয়ার্ড প্লেয়ার লাজলো কিস। ৫৭ মিনিটে মাঠে নেমে, মাত্র ৮ মিনিটে হ্যাট্রিক করেন তিনি। আজ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাট্রিকের রেকর্ড ধরে রেখেছে লাজলোর এই কীর্তি।

Related Articles