Sambad Samakal

Flipkart PhonePe: বিচ্ছেদ হয়ে গেল ফ্লিপকার্ট ও ফোনপে’র! কারণ কী?

Dec 23, 2022 @ 12:12 pm
Flipkart PhonePe: বিচ্ছেদ হয়ে গেল ফ্লিপকার্ট ও ফোনপে’র! কারণ কী?

অবশেষে বিচ্ছেদ হয়ে গেল ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও পেমেন্টস অ্যাপ ফোনপে’র! সরকারি ভাবে ফোনপে ও ফ্লিপকার্ট, দুই সংস্থাই এই খবর জানিয়ে দিয়েছে। এখন থেকে ‘ওয়ালমার্ট’ গ্রুপের আওতায় পৃথক ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবেই পরিচিত হবে ফ্লিপকার্ট এবং ফোনপে।

প্রসঙ্গত, ফোনপে’র নিজস্ব ব্যবসায়ীক পরিকাঠামো তৈরির আগে পর্যন্ত ফ্লিপকার্টের সঙ্গেই গাঁটছড়া বাঁধা ছিল তাদের। ২০২০ সালের ডিসেম্বরে ফোনপে ঘোষণা করেছিল, ফ্লিপকার্টের সঙ্গে যোগসূত্র আংশিকভাবে ছিন্ন করেছে তারা। এবার পুরোপুরিই ব্যবসায়িক দিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দুই সংস্থা।

Related Articles