Sambad Samakal

Christmas Celebration: বিশ্বের কোন কোন দেশে যীশুর জন্মদিনের উৎসব পালন নিষিদ্ধ, জানেন?

Dec 25, 2022 @ 10:22 am
Christmas Celebration: বিশ্বের কোন কোন দেশে যীশুর জন্মদিনের উৎসব পালন নিষিদ্ধ, জানেন?

ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মহা ধুমধাম করে পালিত হচ্ছে বড়দিন। প্রভু যীশু খ্রিষ্টের জন্মদিন। কিন্তু আমাদের বিশ্বেই এমন কিছু দেশ রয়েছে, যেখানে বড়দিন পালন সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকী বড়দিনের শুভেচ্ছা জানানোও দণ্ডনীয় অপরাধ।

১) ব্রুনেই’তে বড়দিন পালন বা বড়দিনের শুভেচ্ছা জানালে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

২) উত্তর কোরিয়ার একনায়কের জন্মদিন পালিত হয় ধুমধাম করে। তাই অন্য কারও জন্মদিনের উৎসব সর্বজনীন ভাবে সেখানে পালন করা নিষিদ্ধ।

৩) সৌদি আরবেও যীশুর জন্মদিন পালনে নিষেধ রয়েছে। কারণ ইসলামে বা কোরানে এই উৎসব পালনের কথা বলা নেই।

৪) সোমালিয়ায় বড়দিন পালন করলে পুলিশ সরাসরি গ্রেফতার করতে পারে।

৫) তাজাকিস্তানেও বড়দিন পালনে জারি রয়েছে নিষেধাজ্ঞা।

Related Articles