মীরপুর টেস্টে স্নায়ুর লড়াইয়ে শেষপর্যন্ত ৩ উইকেটে ম্যাচ বের করে নিল ভারত। অশ্বিন ও শ্রেয়স আইয়ারের ছেট অথচ দামি ইনিংসই ভারতের মান বাঁচাল।
প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ রান করে, যার মধ্যে মমিনুল ৮৪, মুশফিকুর ২৬ রান করেন। বল হাতে উমেশ ২৫ রানে ৪ উইকেট নেন। ৭১ রান দিয়ে ৪ উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ২৩১ রান। যার মধ্যে লিটনের ৭৩ ও জাকির গুরুত্বপূর্ণ ৫১ রান রয়েছে।
অন্যদিকে, ভারত প্রথম ইনিংসে ৩১৪ রান করে। যার মধ্যে পন্থের ৯৩, আইয়ারের ৮৭ রান রয়েছে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। অশ্বিন করেন ৪২ রান আর অক্ষর প্যাটেল করেন ৩৪ রান।