কলকাতা’তো বটেই, গোটা বিশ্বজুড়ে মহা সমারোহে পালিত হয় বড়দিন। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে এই দিনটি উদযাপন করেন ভারতীয়রা। বড়দিন পালন এ দেশে জনপ্রিয়তা পেয়েছিল ব্রিটিশদের হাত ধরেই। এখন যদি বলা হয় সেই শ্বেতাঙ্গ সাহেবদের দেশেই নিষিদ্ধ হয়েছিল বড়দিন পালন! হ্যাঁ, সপ্তদশ শতকের শুরুর দিকেই ঘটেছিল এই ঘটনা।
খাওয়া-দাওয়া, গান-বাজনা, আড্ডা সহ বড়দিন উদযাপন ভালো ভাবে দেখেননি বিশুদ্ধতাবাদী প্রটেস্টান্টরা। ফলে ১৬৫৯ থেকে ১৬৮১ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছর বড়দিন পালন নিষিদ্ধ হয় যুক্তরাষ্ট্রে। প্রায় একই সময়ে সাময়িকভাবে বড়দিন পালন নিষিদ্ধ হয়েছিল ব্রিটেনেও। তবে সাধারণের আবেদনের ভিত্তিতেই পরবর্তীতে তুলে নেওয়া হয় সেই নিষেধাজ্ঞা।