Sambad Samakal

Weather: রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, কতটা নামবে তাপমাত্রার পারদ?

Jan 3, 2023 @ 9:27 am
Weather: রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, কতটা নামবে তাপমাত্রার পারদ?

মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে রোদের তেজ। আলিপুর হাওয়া অফিসের জানাচ্ছে, গত কয়েক দিনের তুলনায় এদিন সামান্য কিছুটা কমবে তাপমাত্রার পারদ। যদিও স্বাভাবিকের ওপরেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়ার দাপটে ফের পারদের পতন হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯১ শতাংশ।

Related Articles