পরের বার বাংলায় জন্মাব! শুক্রবার মালদায় নির্বাচনী জনসভায় এসে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় পাওয়া ভালোবাসার কথা বলতে গিয়ে এদিন কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, “আপনাদের ভালোবাসা আমায় অভিভূত করেছে। বাংলায় এসে আমি যে পরিমাণ ভালোবাসা পাই, তাতে মনে হয়, আমি হয়’তো গতজন্মে বাংলায় জন্মেছিলাম। অথবা পরের জন্মে এখানকার কোনও মায়ের কোলে জন্মাব।”