Sambad Samakal

Lalon Sekh: লালন শেখ মৃত্যু মামলায় প্রমাণ লোপাটের আশঙ্কা! কেস ডায়েরি তলব হাইকোর্টের

Jan 6, 2023 @ 12:07 pm
Lalon Sekh: লালন শেখ মৃত্যু মামলায় প্রমাণ লোপাটের আশঙ্কা! কেস ডায়েরি তলব হাইকোর্টের

সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। আর সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে বাংলার সিআইডি। এবার লালন শেখের হেফাজতে মৃত্যুর ঘটনায় আদালতে তথ্য-প্রমাণ লোপাটের আশঙ্কা প্রকাশ করল সিবিআই। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সিবিআইয়ের আইনজীবীরা দাবি করেন, রাজ্য পুলিশ আর একদিনও তদন্ত করলে তথ্য-প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে।

পাল্টা বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, সিবিআইয়ের এই ধরনের আশঙ্কায় ভোগার কোনও কারণ নেই৷ হাজার চাপা দেওয়া চেষ্টা হলেও, সত্য প্রকাশ্যে আসবেই। এরপরেই সিআইডির কাছে তদন্তের কেস ডায়েরি তলব করেন বিচারপতি। আগামী সোমবার হাইকোর্টে ফের এই মামলার শুনানি হবে।

Related Articles