Sambad Samakal

Asansole: কয়লা খাদানে ধস! ভেতরে আটকে কত জন?

Jan 8, 2023 @ 2:28 pm
Asansole: কয়লা খাদানে ধস! ভেতরে আটকে কত জন?

আচমকাই ধস নামল কয়লা খাদানে। ভেতরে অন্তত ২৫ জনের আটকে থাকার আশঙ্কা করছে প্রশাসন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে আসানসোলের কুলটির একটি কয়লা খাদনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন পুলিশ এবং সিআইএসএফ এবং কোলিয়ারির কর্তৃপক্ষের প্রতিনিধিরাও।

আসানসোলের কুলটি থানার বোডরা গ্রামে বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটের বিস্তীর্ণ অংশে রবিবার সকালে ধস নামে। স্থানীয়দের দাবি, ২০ থেকে ২৫ জন চাপা পড়তে পারেন ওই খনিতে। তবে ঠিক কত জন খনির ভিতরে আটকে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

এদিকে, এলাকার মানুষের অভিযোগ, অবৈধ ভাবে খনিতে কয়লা চুরি করতে নামার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তাঁদের অভিযোগ, অবৈধ ভাবে খনিতে ঢুকে কয়লা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আর চোরা পথে এই অনুপ্রবেশই খনিতে ধসের কারণ। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিসিসিএল খনি কর্তৃপক্ষ। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রবিবার ভোরে কয়লা খনিতে কয়লা চুরি করতে নামেন কয়েক জন। সেই সময় আচমকা খনিতে ধস নামে।

Related Articles