Sambad Samakal

Joshimath: ৩ বছর আগে থেকেই মাটি বসছিল জোশীমঠে! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Jan 11, 2023 @ 11:50 am
Joshimath: ৩ বছর আগে থেকেই মাটি বসছিল জোশীমঠে! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

প্রায় ৩ বছর আগে থেকেই মাটি আলগা হতে শুরু করেছিল জোশীমঠে! এই তথ্য থাকা সত্ত্বেও কেন সময়মত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলনা! প্রশ্ন তুলছেন জোশীমঠের বাসিন্দারা। প্রতি বছর প্রায় আড়াই ইঞ্চি করে বসে যাচ্ছে জোশীমঠের মাটি। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে দেরাদুনের একটি বেসরকারি সংস্থা।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এর সমীক্ষা রিপোর্টে জানা যাচ্ছে, ২০২০ সালের মার্চ থেকেই জোশীমঠ ও তার আশপাশের এলাকায় ফাটল ধরতে শুরু করেছিল। বর্তমানে জোশীমঠে বিপজ্জনক বাড়ির সংখ্যা বেড়ে হয়েছে ৭২৩। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই।

Related Articles