খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কী তৃণমূলে ফিরছেন! এই নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। আর তারমধ্যেই বিস্ফোরক দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মদন মন্তব্য করেন, “কে দলে আসবে, সেটা দলীয় নেতৃত্ব ঠিক করবে। শুধু হিরণ কেন, অনেকেই আসতে পারেন।”
কার্যত বোমা ফাটিয়ে মদন মিত্রের দাবি, “আসলে অভিষেকের কাছে যে মোড়া খামটা রয়েছে, তারমধ্যে অনেক হরিণই ধরা পরে গেছে। অভিষেক এখনও সব নামগুলো বের করছেনা। কারণ ও যদি এখনি প্যান্ডোরার বাক্স খুলে দেয়, তাহলে বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে পতাকা তোলার লোক পাবেনা।”