Sambad Samakal

Mamata: নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন প্রসঙ্গে কেন্দ্রকে তোপ! কী বললেন মমতা?

Jan 23, 2023 @ 4:00 pm
Mamata: নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন প্রসঙ্গে কেন্দ্রকে তোপ! কী বললেন মমতা?

সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্ম দিবস উপলক্ষে ‘পরাক্রম দিবস’ পালন করে মোদি সরকার। এবছর আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি দ্বীপের নতুন নামকরণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই প্রসঙ্গ উল্লেখ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “নেতাজি নিজেই’তো ওই দ্বীপগুলোর নামকরণ করে গিয়েছিলেন। নতুন করে আবার নামকরণের মানে কি! নেতাজির তৈরি প্ল্যানিং কমিশনটাই তুলে দিল, তাহলে কীসের সম্মান!”

নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা না করা নিয়েও কেন্দ্রকে এদিন এক হাত নেন মমতা। রেড রোডে এদিনের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন সুগত বসু ও চন্দ্র বসু। অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একটি টুইটে দাবি করেছেন, স্বাধীন ভূখন্ডে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার জন্য নেতাজিকেই দেশের প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক কেন্দ্রের পক্ষ থেকে।

Related Articles