Sambad Samakal

Abhishek: এক ফোনেই সমাধান! খড়গপুরে জনতার মাঝে অভিষেক

Feb 4, 2023 @ 2:52 pm
Abhishek: এক ফোনেই সমাধান! খড়গপুরে জনতার মাঝে অভিষেক

শনিবার দুপুরে কেশপুরে জনসভায় উপস্থিত হওয়ার আগে হঠাৎই গ্রামের আম জনতার মাঝে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্যা শুনেই সমাধানের লক্ষ্যে ফোন করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে! আর হাতের কাছে অভিষেককে পেয়ে উচ্ছসিত গ্রামের সাধারণ মানুষ।

এদিন কেশপুরে যাওয়ার পথে আচমকাই খড়গপুর ১ ব্লকের এলিকেট গ্রামে পৌঁছে যান অভিষেক। সরাসরি সাধারণ মানুষের কাছে তাঁদের সমস্যার কথা জানতে চান তিনি। গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন সেচ দফতরের জমিতে বসবাস করলেও পাট্টা পাননি বহু পরিবার। যার ফলে সরকারি আবাস সহ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। একথা শুনেই তৎক্ষণাৎ রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন অভিষেক। তাঁর কাছে সরকারি নিয়ম মেনে গ্রামবাসীদের পাট্টা দেওয়ার জন্য আবেদন জানান।

এছাড়ার গ্রামবাসীরা একটি স্কুল তৈরির আবেদন জানান অভিষেকের কাছে। সেই আবেদনও খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। সবমিলিয়ে সামান্য কয়েক মিনিটের মধ্যেই আম গ্রামবাসীদের মন জয় করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related Articles