বিগত প্রায় ৭ বছর ধরে রাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে ছাত্র সংসদের নির্বাচন। অবিলম্বে ছাত্রভোটের দাবিতে সোমবার দুপুরে কলেজ স্ট্রিটে মিছিলের আয়োজন করেছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। আর সেই মিছিলকে ঘিরেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতি হল গোটা কলেজ স্ট্রিটে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে মিছিল।
সেই সময়েই আন্দোলনকারীদের বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি বেধে যায় এসএফআই সমর্থকদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেট ভেঙে মিছিলকারীরা ভেতরে প্রবেশ করেন ও বিক্ষোভ দেখান। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ক্যাম্পাসে উপস্থিত থাকলেও, তারা এদিন সরাসরি বাধা দেননি। এসএফআই নেতৃত্বের দাবি, দ্রুত সরকার নির্বাচন না করালে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হবেন।
