Sambad Samakal

World Bank: বিশ্ব ব্যাংকের নয়া প্রেসিডেন্ট হচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভূত! জানেন তাঁর পরিচয়?

Feb 24, 2023 @ 12:46 pm
World Bank: বিশ্ব ব্যাংকের নয়া প্রেসিডেন্ট হচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভূত! জানেন তাঁর পরিচয়?

ফের বিশ্বের দরবারে উঁচু হল ভারতীয়দের মাথা। বিশ্ব ব্যাংকের নয়া প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হল এক জন ভারতীয় বংশোদ্ভূতকে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, অজয় বাঙ্গার নাম ইতিমধ্যেই মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রসঙ্গত, সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রধান হিসেবে ইস্তফা দিয়েছেন ডেভিড মালপাস। তাঁর স্থলাভিষিক্ত হলে অজয় বাঙ্গারই হবেন এই পদে প্রথম ভারতীয়।

জানা যাচ্ছে, মাস্টারকার্ডের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ ছিলেন অজয়। পুণেতে জন্ম হয়েছিল বছর ৬৩-র অজয় বাঙ্গার। তাঁর বাবা হরভজন সিং বাঙ্গা ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ আধিকারিক। মাস্টারকার্ড ছাড়াও এর আগে নেসলে, পেপসির মতো বহুজাতিক সংস্থার দায়িত্বে ছিলেন অজয়। এই মুহূর্তে জেনারেল ইকুইটি নামের একটি মার্কিন সংস্থায় ভাইস চেয়ারম্যান তিনি।

Related Articles