Sambad Samakal

Weather: আংশিক মেঘলা আকাশ, আজ কেমন থাকবে সারাদিনের আবহাওয়া?

Feb 27, 2023 @ 9:31 am
Weather: আংশিক মেঘলা আকাশ, আজ কেমন থাকবে সারাদিনের আবহাওয়া?

সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনের সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়লে রোদের তেজ কিছুটা বাড়বে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে। বর্তমানে ফেব্রুয়ারি মাসের শেষে তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রির ওপরে উঠে গিয়েছে। ফলে মার্চের শুরুর দিকেই তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৩ শতাংশ।

Related Articles