Sambad Samakal

Sandakphu Snow Fall: সাদা বরফে ঢেকেছে সান্দাকফু, এবার পালা দার্জিলিং-কালিম্পংয়ের?

Feb 27, 2023 @ 7:03 pm
Sandakphu Snow Fall: সাদা বরফে ঢেকেছে সান্দাকফু, এবার পালা দার্জিলিং-কালিম্পংয়ের?

ফেব্রুয়ারির শেষেই অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা শহর কলকাতার বাসিন্দাদের। আর এই পরিস্থিতিতে সাদা বরফে ঢেকেছে সান্দাকফু-ফালুট। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু ৩৬৩৬ মিটার উঁচু। খবর পেয়েই তুষারপাতের আনন্দ উপভোগ করতে অনেক বাঙালিই ছুট দিয়েছেন সান্দাকফুর উদ্দেশ্যে।

অন্যদিকে, বসন্তের শুরুতে সান্দাকফুতে বরফপাত দেখে অনেকেই ভিড় জমাচ্ছেন শৈলশহর দার্জিলিং-কালিম্পংয়েও। সেখানেও কি এবার দেখা যাবে তুষারপাত! কারণ দার্জিলিংয়ে এবার তাপমাত্রা হিমাঙ্কের কাছে নামলেও তুষারপাত হয়নি। যদিও আবহবিদরা জানাচ্ছেন, চলতি মরসুমে দার্জিলিং-কালিম্পংয়ে আর তুষারপাতের সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েক দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ের এই দু’ই জেলায়।

Related Articles