Sambad Samakal

Civic Volunteer: পঞ্চায়েত ভোটের আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর! কী জানালেন মুখ্যমন্ত্রী?

Feb 27, 2023 @ 6:38 pm
Civic Volunteer: পঞ্চায়েত ভোটের আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর! কী জানালেন মুখ্যমন্ত্রী?

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর! সোমবার সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবল পদে উন্নতির জন্য নয়া নীতি তৈরি করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সমস্ত দফতরের সচিবদের সঙ্গে বৈঠকের বসেছিলেন মুখ্যমন্ত্রীর। বিভিন্ন সরকারি পরিষেবা মানুষের কাছে কীভাবে আরও দ্রুত পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মমতা।

সেই বৈঠকেই সিভিক ভলান্টিয়ারদের কাজের প্রসঙ্গ উঠে আসে। যারা ভালো কাজ করবে, তাদের সরাসরি কনস্টেবল পদে উন্নিত করার বিষয়ে নীতি তৈরি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। কারণ রাজ্যে দীর্ঘদিন ধরেই বহু কনস্টেবলের পদ ফাঁকা রয়েছে, আর সেই সমস্ত পদেই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করতে চায় রাজ্য প্রশাসন। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, পঞ্চায়েত ভোটের আগে এই বাহিনীকে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে লাগাতে চাইছে নবান্ন।

Related Articles