২০২২ সালে নিজের দল আর্জেন্টিনাকে বিশ্বকাপ পাইয়ে দেওয়ার জন্য তাঁর অবদান অনস্বীকার্য। বিশ্বকাপ টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের খেতাবও পেয়েছিলেন। এবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। নিজের ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জেমাকে হারিয়ে এই ট্রফি উঠল মেসির হাতে।
অন্যদিকে, মহিলাদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন অ্যালেক্সিয়া পুসকাস। সমস্ত দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটেই বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে থাকে। ২০২২ সালের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে প্রথম থেকেই ছিলেন মেসি, এমবাপে, বেঞ্জেমা। কিন্তু শেষপর্যন্ত সকলকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতে নিলেন এলএম১০।