মেঘালয়ে খাতা খুলল তৃণমূল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রাজবালা বিধানসভা আসনটি এল ঘাসফুলের দখলে। এই কেন্দ্রে জয়ী হলেন তৃণমূল প্রার্থী মিজানুর রহমান কাজী। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপি প্রার্থী আব্দুস সালেহকে মাত্র ১০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। খবর লেখা পর্যন্ত মেঘালয়ে আরও তিন আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>
editor