Sambad Samakal

Meghalaya: আসন সংখ্যা মাত্র ২! মেঘালয়ে কোন অঙ্কে সরকার গঠনের পথে বিজেপি?

Mar 3, 2023 @ 11:36 am
Meghalaya: আসন সংখ্যা মাত্র ২! মেঘালয়ে কোন অঙ্কে সরকার গঠনের পথে বিজেপি?

ত্রিশঙ্কু হয়েছে মেঘালয় বিধানসভার ফল। বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল ন্যাশানাল পিপলস পার্টি পেয়েছে ২৬টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ২টি আসন। এই পরিস্থিতিতে কনরাড সাংমার সঙ্গে জোট বেঁধে ফের সরকার গঠনের পথে বিজেপি! জানা যাচ্ছে, ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এনপিপি প্রধান।

এরপরেি মেঘালয় বিজেপির পক্ষ থেকে কানরাডকে সমর্থনের কথা লিখে চিঠি দেওয়া হয়। ৬০ আসনের মেঘালয় বিধানসভার ম্যাজিক ফিগার ৩১। বিজেপির সমর্থন নেওয়ার পরেও আরও ৩ জন বিধায়কের সমর্থন প্রয়োজন কনরাড সাংমার। এখন দেখার শেষপর্যন্ত ঠিক কোন সমীকরণে মেঘালয়ে সরকার গঠন করে এনপিপি-বিজেপি জোট।

Related Articles