Sambad Samakal

Sea Level Rise: বাড়ছে জলস্তর, কয়েক দশকে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই-চেন্নাই! কী আশঙ্কা বিজ্ঞানীদের?

Mar 4, 2023 @ 7:43 pm
Sea Level Rise: বাড়ছে জলস্তর, কয়েক দশকে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই-চেন্নাই! কী আশঙ্কা বিজ্ঞানীদের?

বিশ্ব উষ্ণায়নের জেরে লাগাতার বাড়ছে পৃথিবীর জলস্তর! এভাবে চলতে থাকলে আর কয়েক দশকের মধ্যেই তলিয়ে যাবে কলকাতা, মুম্বই, চেন্নাইয়ের মত বড় শহরগুলি! সম্প্রতি পরিবেশ বিজ্ঞানীদের একাংশ ফের এমনই সতর্কবার্তা শেনালেন। বিজ্ঞানীদের আশঙ্কা, ২০২৩ সালে বাতাসে কার্বনের মাত্রা সর্বকালীন রেকর্ড ছুঁতে চলেছে। ২০৫০-এর মধ্যে প্রকৃতির শোধন ক্ষমতা ফিরিয়ে না আনতে পারলে, সামনে সমূহ বিপদ!

সম্প্রতি প্রকাশিত গবেষণা বলছে, ভারতের উপকূলবর্তী এলাকায় সমুদ্রের জলস্তর ০.১ থেকে ০.৩ মিটার উঁচু হতে চলেছে উষ্ণায়নের কারণে। এর ফলে ভেসে যেতে পারে কলকাতা, চেন্নাই এবং মুম্বই। সমীক্ষা বলছে, এখনই সতর্ক না হলে জলমগ্ন হয়ে যেতে পারে কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা। বিজ্ঞানীদের একাংশের দাবি, পৃথিবীর তাপমাত্রা লাগাতার বাড়তে থাকলে অ্যান্টার্কটিন্টা ও গ্রিনল্যান্ডে আরও দ্রুত গলবে বরফ। ফলে পাহাড়প্রমাণ বরফের চাঁই গলে সমুদ্রের জলে মিশলে আয়তন বাড়বে জলভাগের। ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে পরিবেশের স্বাভাবিক বাস্তুতন্ত্র।

Related Articles