অবশেষে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ৪২ দিনের মাথায় জেল থেকে ছাড়া পেলেন তিনি। আগেই হাইকোর্ট থেকে জামিন পেলেও সংশোধনাগারে রিলিজ অর্ডার না আসায় অতিরিক্ত এক দিন জেলে থাকতে হয় তাঁকে। নওশাদের মুক্তিতে কার্যত উচ্ছসিত আইএসএফ সমর্থকরা। ফুরফুরা শরিফেও চলছে স্বাগত জানানোর জোরদার প্রস্তুতি।
এদিন জেল থেকে বেরিয়েই ফের রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন নওশাদ। তিনি বলেন, “যদি কেউ ভাবে এতদিন আটকে রাখায় আমি ভয় পেয়ে গিয়েছি, ভুল ভাবছে। মানুষ ইতিমধ্যেই জবাব দিতে শুরু করেছে। অবিচার-দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে।”