Sambad Samakal

DA: ডিএ ধর্মঘট রুখতে কড়া নবান্ন, কোন কোন শর্তে ছুটি?

Mar 9, 2023 @ 7:43 pm
DA: ডিএ ধর্মঘট রুখতে কড়া নবান্ন, কোন কোন শর্তে ছুটি?

বর্ধিত হারে ডিএ-র দাবিতে ১০ মার্চ, শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মীদের একাংশ। এবার সেই ধর্মঘট রুখতেই কড়া অবস্থান নিল রাজ্য। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, স্কুল-কলেজ-সহ যাবতীয় সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠান ওই দিন পূর্ণ সময় খোলা থাকবে। নির্দিষ্ট কারণ না দেখিয়ে শুক্রবার কোনও সরকারি কর্মচারী ছুটি নিতে পারবেন না।

শুধু তাই নয়, ধর্মঘটের দিন ছুটি নিলে কর্মীদের বেতন কাটা হবে। এমনকী, কর্মজীবনেও ছেদ (সার্ভিস ব্রেক) পড়বে। তবে নির্দিষ্টভাবে চারটি শর্তে শুক্রবার ছুটি পেতে পারেন কর্মীরা, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেই কথাও। নবান্ন থেকে জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও কর্মচারী যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন তাহলে শুক্রবার তাঁর ছুটি মঞ্জুর হবে। পরিবারের কারও আচমকা মৃত্যু ঘটলে ছুটি নিতে পারবেন ওই কর্মী। কোনও কর্মী যদি ৯ মার্চের আগে থেকেই গুরুতর কোনও অসুখের কারণে অনুপস্থিত থাকেন, তাঁর ছুটিও ধর্মঘটের আওতায় পড়বে না। এছাড়া যে কর্মচারীরা সন্তান পালনের ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা ৯ মার্চের আগে মঞ্জুর হওয়া মেডিক্যাল বা আর্নড লিভ নিয়ে রেখেছেন, ছাড় পাবেন তাঁরাও।

Related Articles