Sambad Samakal

Recruitment Scam: বেআইনি নিয়োগের অভিযোগে এবার চাকরি গেল বিধায়ক কন্যার!

Mar 12, 2023 @ 1:18 pm
Recruitment Scam: বেআইনি নিয়োগের অভিযোগে এবার চাকরি গেল বিধায়ক কন্যার!

বেআইনি নিয়োগের অভিযোগে এবার চাকরি গেল খোদ তৃণমূল বিধায়কের কন্যার! জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেল উত্তর ২৪ পরগনার মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডলের। গ্রুপ সি কর্মী হিসেবে কামারহাটির নন্দননগর আদর্শ বালিকা বিদ্যালয়ের চাকরি করছিলেন তিনি। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়াদের তালিকায় ১৪১ নম্বরে নাম রয়েছে বিনতা মণ্ডলের।

জানা যাচ্ছে, শুক্রবার ধর্মঘটের বিরোধিতায় শেষবারের মতো স্কুলে গিয়েছিলেন বিনতা। তারপর থেকে আর স্কুলে যাননি তৃণমূল বিধায়কের মেয়ে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, ২০১৮ সালে স্কুলে করণীকের পদে যোগ দিয়েছিলেন বিনতা মণ্ডল। সেই সময়ে স্বয়ং বিধায়কই তাকে স্কুলে নিয়ে এসেছিলেন। এই বিষয়ে মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর স্বামী মিনাখাঁ বিধানসভার তৃণমূল চেয়ারম্যানের দাবি, নিজের যোগ্যতাতেই স্কুলে চাকরি পেয়েছিল মেয়ে।

Related Articles