Sambad Samakal

TMC: দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়া কুন্তল-শান্তনুকে বহিষ্কার, ‘মিডিয়া ট্রায়াল’ নিয়ে সরব তৃণমূল

Mar 14, 2023 @ 3:49 pm
TMC: দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়া কুন্তল-শান্তনুকে বহিষ্কার, ‘মিডিয়া ট্রায়াল’ নিয়ে সরব তৃণমূল

নিয়োগ দুর্নীতির দায়ে ইডির হাতে গ্রেফতার হয়েছে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাদের দু’জনকেই দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। এদিন রাজ্যের দু’ই মন্ত্রী শশী পাঁজা ও ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন। মন্ত্রী শশী পাঁজা জানান, “যে কোনও প্রকার দুর্নীতির বিষয়ে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। তাই দল এই ব্যক্তিদের দুর্নীতির দায় নেবেনা।”

এরসঙ্গেই, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ‘মিডিয়া ট্রায়াল’ নিয়েও সরব হন তৃণমূল নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “নিয়োগ দুর্নীতি নিয়ে একপেশে ভাবে তৃণমূল কংগ্রেস ও দলের নেতাদের দোষারোপ করা হচ্ছে। নির্বাচনে হেরে গিয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি-সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। কেউ দোষী হলে শাস্তি পাক কিন্তু গোটা তৃণমূল দলটাকে চোর বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হবেনা? কেন চাকরিহারাদের শুধু তৃণমূল যোগ দেখানো হবে? বিজেপি ও সিপিএম নেতাদের যোগ সম্পর্কে কেন কথা হবেনা?”

Related Articles