ফের রাজ্যে এল কেন্দ্রীয় দল। ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে এবার রাজ্যে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। দলে রয়েছেন দুই প্রতিনিধি। শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা। সেখান থেকেই তাঁরা মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। লক্ষ্য, বেলডাঙার ২ নম্বর ব্লকে ১০০দিনের কাজ খতিয়ে দেখা। ২২ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>