নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২৫ টি অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই অ্যাকাউন্টগুলিতে রয়েছে প্রায় দেড় কোটি টাকা। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলি শান্তনু, তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা ও তাঁদের সংস্থার। এদিকে সূত্রের খবর, কয়েকজন প্রভাবশালীর নির্দেশে এই কাজ করেছেন বলে ইডিকে জানিয়েছেন শান্তনু।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>