Sambad Samakal

Amartya Sen: কতটা জমি অমর্ত্য সেনের নামে? খতিয়ান প্রকাশ রাজ্যের, কী পদক্ষেপ বিশ্বভারতীর?

Mar 20, 2023 @ 6:40 pm
Amartya Sen: কতটা জমি অমর্ত্য সেনের নামে? খতিয়ান প্রকাশ রাজ্যের, কী পদক্ষেপ বিশ্বভারতীর?

শান্তিনিকেতনে নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি নিয়ে লাগাতার বিবাদে জড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিতর্কিত ১৩ ডেসিমেল জমি থেকে উচ্ছেদ নোটিশও ধরানো হয়েছে নোবেলজয়ীর হাতে। আর এর মধ্যেই ‘প্রতীচী’র জমি অমর্ত্য সেনের নামে মিউটেশন করে সেই নথি প্রকাশ্যে আনল জেলা প্রশাসন। এতদিন পর্যন্ত ওই জমি অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনের নামে নথিভুক্ত ছিল।

রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর জানিয়েছপ, বোলপুরের সুরুল মৌজায় ১.৩৮ একর জমি রয়েছে অমর্ত্য সেনের নামে। যা কিনেছিলেন অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনের কেনা ছিল। টুইট করে মিউটেশনের নথি প্রকাশ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “অমর্ত্য সেনের জমির তথ্য। অকারণ তাঁকে অপমান করছে বিজেপির সমর্থক ব্যক্তিরা। মাননীয়া মুখ্যমন্ত্রী নোবেলজয়ীর পাশে।”

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই নথি প্রকাশ পরে আিনত বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশ অকার্যকরী হয়ে গেল। এবার বিতর্কিত ওই ১৩ ডেসিমেল জমি নিয়ে ঠিক কী অবস্থান নেয় বিশ্বভারতী, সেটাই এখন দেখার।

Related Articles