সোমবার রাতে কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যজুড়ে মৃত্যু হয়েছে মোট ৯ জনের। আর এই ঘটনায় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করে দুর্গত পরিবারগুলোর পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা জানিয়েছেন, “গতরাতে বজ্রপাতের জেরে পূর্ব বর্ধমানে ৫ জন মারা গিয়েছেন। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় ২ জন করে মারা গিয়েছেন। নদিয়ায় দেওয়াল ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। গাছ ভেঙে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। জেলা প্রশাসন সারা রাত ধরে দুর্যোগ মোকাবিলার কাজ করেছে সমস্ত গাইডলাইন মেনে প্রশাসনের তরফে ত্রাণ ও সাহায্যের ব্যবস্থা করা হবে।”