Sambad Samakal

SSC Scam: যোগ্য চাকরিপ্রাপকদের সংখ্যা কত? সুপ্রিমকোর্টে কী জানাল এসএসসি?

May 7, 2024 @ 12:52 pm
SSC Scam: যোগ্য চাকরিপ্রাপকদের সংখ্যা কত? সুপ্রিমকোর্টে কী জানাল এসএসসি?

মঙ্গলবার সকাল থেকেই দেশের সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতির কাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি। সূত্রের খবর, এদিনের শুনানিতে এসএসসির তরফে দাবি করা হয়, নিয়ম মেনে বৈধ প্যালেন থেকে প্রায় ১৯ হাজার চাকরি দেওয়া হয়েছিল। এই সংক্রান্ত যাবতীয় নথি-প্রমাণ তাদের কাছে রয়েছে।

প্রসঙ্গত, এই প্রথম এসএসসির তরফে যোগ্য চাকরিপ্রাপকদের সংখ্যা প্রকাশ্যে আনা হল। পরোক্ষে মেনে নেওয়া হল প্রায় ৭ হাজার চাকরি অবৈধ। এখন দেখার শেষপর্যন্ত এসএসসি এই যাবতীয় সংখ্যা তথ্য-প্রমাণ সহকারে দেশের সর্বোচ্চ আদালতে প্রমাণ করতে পারে কি না।

Related Articles