এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২৬ হাজার চাকরি বাতিলের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছে রাজ্য সরকার, এসএসসি। মঙ্গলবার সকাল থেকে বিস্তারিত শুনানি শুরু হয়েছে সুপ্রিমকোর্টে।
আর সেখানেই অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে ‘সুপ্রিম’ প্রশ্নের মুখোমুখি হল রাজ্য সরকার। জানা যাচ্ছে, এদিনের শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তোলেন, ২০১৬ সালে নিয়োগের প্যানেল মেয়াদোত্তীর্ণ হওয়ার পরে ২০২২ সালে কেন ৬ হাজার ৮৬১টি অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার? ৬ বছর পরে এই সিদ্ধান্তের যৌক্তিকতা আসলে ঠিক কী? এখন দেখার শেষপর্যন্ত কী অবস্থান নেয় সুপ্রিমকোর্ট।