Sambad Samakal

Partha: গুহায় আছি, মামলার রায় কবে? আদালতে প্রশ্ন পার্থর

Mar 23, 2023 @ 6:20 pm
Partha: গুহায় আছি, মামলার রায় কবে? আদালতে প্রশ্ন পার্থর

নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতের সামনে পেশ করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আইনজীবীর পাশাপাশি সেখানেই বিচারকের সামনে নিজের কথা বলার জন্য ৫ মিনিট সময় চেয়ে নেন তিনি।

এদিন এজলাসে পার্থ বলেন, “আমার অপরাধটা কী! মন্ত্রী হওয়াটাই কি আমার অপরাধ! ৮ মাস ধরে যেন গুহার মধ্যে রয়েছি। আইনের ছাত্র হিসাবে বলছি, ৮ মাস ধরে প্রাথমিক তদন্ত চলছে! ৮ মাস বিনা বিচারে থাকব! জীবদ্দশায় এই বিচারের রায় দেখে যেতে পারব’তো?। আমি কোথায় পালিয়ে যাব? শুধু কি রাজনৈতিক নেতারাই প্রভাবশালী ব্যক্তি?”

এরসঙ্গেই রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী আরও বলেন, “আমার বয়স এখন ৭০-এর উপরে। থানায় কোনও অভিযোগ নেই। রাজ্যের বিরোধী দলনেতা ছিলাম। কেউ আমাকে কোনও দিন ‘অসৎ’ বলতে পারেনি। রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি। ব্রিটিশ কাউন্সিল থেকে পাশ করে কেন্দ্রীয় সংস্থাতে কাজ করেছি৷ খুব ভালো ছাত্র ছিলাম বলবনা, আবার খুব খারাপও ছিলামনা। সত্য একদিন প্রকাশিত হবেই। আমি নিয়োগকর্তা ছিলামনা। বোর্ডের উপরে আমার অথরিটি ছিলনা। আমার আইনের ওপরে ভরসা আছে।”

Related Articles