Sambad Samakal

Recruitment Scam: কীভাবে চলত ওএমআর শিটে কারচুপি! কী তথ্য সিবিআইয়ের হাতে?

Mar 26, 2023 @ 10:05 am
Recruitment Scam: কীভাবে চলত ওএমআর শিটে কারচুপি! কী তথ্য সিবিআইয়ের হাতে?

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ওএমআর শিটে কারচুপিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন নাইসা কর্তা নীলাদ্রি দাস। এবার তার বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে বিস্ফোরক তথ্য পেলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, তৎকালীন এসএসসি চেয়ারম্যানের কাছ থেকে চাকরিপ্রার্থীদের নাম, রোল নম্বর লেখা মেসেজ আসত নীলাদ্রির কাছে। সেই তথ্য আসার পরেই নাইসার সার্ভারে থাকা নম্বরে কারচুপি করা হত।

সিবিআই সূত্রে খবর, এই কাজে নাইসা’য় নিজের অধস্তন বেশ কিছু কর্মচারীকে ব্যবহার করতেন নীলাদ্রি। এসএসসির সার্ভারের সঙ্গে সঙ্গতি রেখে নম্বর বাড়ানোর কাজ চালানো হত। ইতিমধ্যেই বেশ কিছু চাকরি প্রার্থীর নাম পেয়েছেন তদন্তকারীরা। নীলাদ্রির ফোন, ইমেইল ঘেঁটে আরও নামের খোঁজ চালাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা। কারা কারা নীলাদ্রিকে এই কাজে সাহায্য করত, তাদেরও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

Related Articles