Sambad Samakal

Tridhara: পাঁচ বেডের স্থায়ী ডায়েলিসিস সেন্টার! কী উদ্যোগ ত্রিধারার?

Apr 9, 2023 @ 1:44 pm
Tridhara: পাঁচ বেডের স্থায়ী ডায়েলিসিস সেন্টার! কী উদ্যোগ ত্রিধারার?

কলকাতার পুজো মানচিত্রে অন্যতম নাম ত্রিধারা সম্মিলনী। এবার নতুন করে পাঁচ বেডের একটি স্থায়ী ডায়েলিসিস কেন্দ্র তৈরি করতে চলেছে তারা। রবিবার নিজেদের পুজো প্রাঙ্গনে স্বাস্থ্য মেলা’২০২৩-এর আয়োজন করেছিল ত্রিধারা সম্মিলনী। প্রায় ৮০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এদিন বিনামূল্যে সাধারণ মানুষকে পরিষেবা দেন। এছাড়াও বিনামূল্যে বিভিন্ন প্যাথোলজিক্যাল পরীক্ষা, ওষুধও দেওয়ারও ব্যবস্থা ছিল।

ত্রিধারা সম্মিলনীর অন্যতম কর্ণধার ও রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার সংবাদ সমকালের মুখোমুখি হয়ে জানান, “আমরা ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে পাঁচ বেডের ডায়েলিসিস সেন্টার তৈরি করার জন্য অনুমতি চেয়েছি। পরিকাঠামো তৈরির কাজ চলছে। অনুমতি পেলেই আমরা পরিষেবা শুরু করে দেব।”

এরসঙ্গেই দেবাশিস কুমার আরও জানান, “ত্রিধারার পক্ষ থেকে আমরা গত ৪২ বছর ধরে সপ্তাহে ৬ দিন বিনামূল্যে মেডিক্যাল সেন্টার চালাই। সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা মানুষকে পরিষেবা দেন। সামাজিক দায়বদ্ধতা রক্ষাতেই আমাদের এই উদ্যোগ। শহর কলকাতার সমস্ত ক্লাব বা সামাজিক সংগঠন যদি এই বিষয়ে নিজেদের মত করে এগিয়ে আসে, তাহলে মানুষ আরও উপকৃত হবেন।”

Related Articles