Sambad Samakal

Recruitment Scam: চাকরি বিক্রির দায়ে গ্রেফতার কলকাতা পুলিশের এসিপি! কী অভিযোগ?

Apr 10, 2023 @ 6:34 pm
Recruitment Scam: চাকরি বিক্রির দায়ে গ্রেফতার কলকাতা পুলিশের এসিপি! কী অভিযোগ?

নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে চাকরি বিক্রির অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের এক জন উচ্চপদস্থ কর্তা! জানা যাচ্ছে, হাইকোর্টের নির্দেশে বরাহনগর থেকে কলকাতা পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার সোমনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতা পুলিশের ওই এসিপির বিরুদ্ধে অভিযোগ, শৌর্য সাহা নামের জনৈক ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর থেকে টাকা নিয়েছেন। কলকাতা হাইকোর্টে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মামলা করেন শৌর্য। এছাড়াও অভিযোগ, উত্তরপাড়ার বাসিন্দা সঞ্জয় বসু নামের এক ব্যক্তির স্ত্রীকে আবাসন দফতরে চাকরি পাইয়ে দেওয়া ও পানশালার লাইসেন্স করে দেওয়ার নাম করে ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন ওই পুলিশকর্তা।

কলকাতা হাইকোর্টের বিচারক রাজশেখর মান্থার নির্দেশে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দফতর ও বরানগর থানা যৌথভাবে অভিযান চালিয়ে সোমনাথ ভট্টাচার্যকে বাড়ি থেকে গ্রেফতার করে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করতে চান তদন্তকারী আধিকারিকরা।

Related Articles