Sambad Samakal

Weather: তাপপ্রবাহের লাল সতর্কতা জারি! বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

Apr 20, 2023 @ 9:43 am
Weather: তাপপ্রবাহের লাল সতর্কতা জারি! বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

রাজ্যজুড়ে কাঠফাটা গরমে কার্যত নাজেহাল আম বাঙালি। বৃহস্পতিবার সকালে আলিপুর হাওয়া অফিস দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতেও গরমের দাপট অব্যাহত রয়েছে। বাতাসে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় রয়েছে। তবে স্বস্তির খবর, শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৯ শতাংশ।

Related Articles