Sambad Samakal

DA: বৈঠকে মিলল না সমাধান, আরও ঝাঁঝ বাড়ল ডিএ আন্দোলনের

Apr 21, 2023 @ 8:16 pm
DA: বৈঠকে মিলল না সমাধান, আরও ঝাঁঝ বাড়ল ডিএ আন্দোলনের

ডিএ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের বৈঠকে কাটল না জট। অধরাই থাকল সমাধান সূত্র। আর তারপরেই আরও ঝাঁঝ বাড়ল ডিএ আন্দোলনের। শুক্রবার বিকেলে বৈঠকের শেষে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা সাফ জানান, “বৈঠক পুরোপুরি ব্যর্থ।” তাঁরা বলেন, “সরকারের তরফে জানানো হয়েছে, সংস্থান হলে বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে।” কিন্তু তা মানতে নারাজ আন্দোলনকারীরা। তাঁদের দাবি, সরকারের কাছে যথেষ্ট তহবিল থাকলেও ডিএ নিয়ে গড়িমসি করা হচ্ছে। এর বিরুদ্ধে আগামী দিনে আরও জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। যদিও খবর লেখা পর্যন্ত সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিন সরকারের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং অর্থসচিব। বৈঠকের শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “রাজ্যের তরফে সব বিষয়ে কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখার কথা বলা হয়েছে। কিন্তু আমরা তথ্য দিয়ে দেখিয়েছি, রাজ্যে তহবিলের অভাব নেই।”

Related Articles