Sambad Samakal

Kaliaganj: কালিয়াগঞ্জ কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব! কী নির্দেশ হাইকোর্টের?

Apr 27, 2023 @ 12:40 pm
Kaliaganj: কালিয়াগঞ্জ কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব! কী নির্দেশ হাইকোর্টের?

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এরমধ্যেই সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিল মৃত নাবালিকার পরিবার। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার রাজ্য ও পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

এদিন বিচারপতি মান্থা নির্দেশ দেন, এখনও পর্যন্ত এই মামলার তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে, সেই বিষয়ে আদালতে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। সঙ্গেই ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মান্থা আরও নির্দেশ দিয়েছেন, এফআইআর ও ভিডিওগ্রাফির কপি মৃতার পরিবারের সদস্য ও জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনকে দিতে হবে পুলিশের পক্ষ থেকে।

এদিনের শুনানিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২০ এপ্রিল এক নাবালিকা ও এক নাবালকের উধাও হয়ে যাওয়ার ঘটনা থানার নজরে আসে। দু’ই পরিবারের সদস্যদেরই পুলিশের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু কোনও অভিযোগ জমা পড়েনি। তাও পুলিশ খোঁজ চালিয়ে যাচ্ছল। ২১ এপ্রিল নাবালিকার দেহ খুঁজে পান স্থানীয় থানার আধিকারিকরা।

Related Articles