Sambad Samakal

Abhishek: দোমহনিতে রাজবংশী গৃহ শিক্ষকের বাড়িতে অভিষেকের মধ্যাহ্নভোজ, কী ছিল মেনুতে?

Apr 29, 2023 @ 5:43 pm
Abhishek: দোমহনিতে রাজবংশী গৃহ শিক্ষকের বাড়িতে অভিষেকের মধ্যাহ্নভোজ, কী ছিল মেনুতে?

জনসংযোগ যাত্রায় শনিবার জলপাইগুড়ি জেলায় প্রবেশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে ময়নাগুড়ির দোমহনিতে এক রাজবংশী শিক্ষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন তিনি। মাটির দাওয়ায় আসনে বসে পাত পেড়ে খেলেন বাঙালি রান্নায়।

জীবন রাহুত, এদিন যাঁর বাড়িতে অভিষেক মধ্যাহ্নভোজের জন্য বসেছিলেন, তিনি পেশায় গৃহশিক্ষক। বাড়ির দু’ই বউ জয়া রাহুত ও রুমা রাহুত খাবার পরিবেশন করেন অভিষেককে। মাটির থালায় কলাপাতা বিছিয়ে খাবার পরিবেয়ন করা হয়। এদিন কী কী ছিল অভিষেকের খাবারের মেনুতে?

অভিষেকের দুপুরের খাবারের মেনুতে ছিল, ভাত, ডাল, পোস্ত, সজনে পাতা বাটা, তিস্তার তাজা বরোলি মাছের ঝোল, আড় মাছের ঝোল। শেষপাতে ছিল দই-মিষ্টি।

Related Articles