Sambad Samakal

Rain: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টি, স্বস্তি মিললেও ক্ষতির মুখে চাষিরা!

Apr 30, 2023 @ 7:00 pm
Rain: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টি, স্বস্তি মিললেও ক্ষতির মুখে চাষিরা!

গরমের হাত থেকে সাময়িক স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ঝড়-বৃষ্টি চলছে। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, উত্তর চব্বিশ পরগনার বারাসাতের হৃদয়পুর, নদিয়ার চাকদহ, গয়েশপুর, পালপাড়া, কালীনারায়ণপুরে ব্যাপক শিলাবৃষ্টি হয়। একই পরিস্থিতির সৃষ্টি হয় কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। সাধারণ মানুষ গরমের হাত থেকে স্বস্তি পেলেও, মাথায় হাত পড়েছে চাষিদের।

জানা যাচ্ছে, এই সাময়িক শিলাবৃষ্টির জেরে আলু ও পেঁয়াজ চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আম ও লিচু চাষীরাও ক্ষতির আশঙ্কা করছেন। হাওয়া অফিস অবশ্য জানাচ্ছে, আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles