এখনই অমর্ত্য সেনের জমি খালি করার বিষয়ে কোনো পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী। বৃহস্পতিবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৫ মে’র মধ্যে বিতর্কিত জমি খালি না করলে বলপ্রয়োগের হুঁশিয়ারি দিয়েছিল বিশ্বভারতী। কিন্তু এদিন উচ্চ আদালত বিশ্বভারতীর সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে। বিচারপতি বিভাসরঞ্জন দে-র নির্দেশ, জেলা আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির বিষয়ে কোন পদক্ষেপ করতে পারবেন না বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাশাপাশি তিনি জানান, জমি খালি করার জন্য এস্টেট অফিসারের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। উল্লেখ্য, আগামী ১০ মে দুপুর ২টোয় জেলা আদালতে এই সংক্রান্ত মামলাটির শুনানি হওয়ার কথা।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>